Site icon Jamuna Television

জার্মানি-স্পেন দু’দল বাদ পড়ার শঙ্কায়!

গ্রুপ ‘ই’র শেষ রাউন্ডের ম্যাচে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। যেখানে আলোচনায় ছিল কেবল জার্মানির টিকে থাকা না থাকার বিষয়টি সেখানে এখন বাদ পড়ার শঙ্কায় গ্রুপ টপার স্পেনও। দারুণ আক্রমণের পরও গোল আদায় করতে হিমশিম খাওয়া জার্মানরা ম্যাচের দশম মিনিটে এগিয়ে গিয়েও ব্যবধান আর বাড়াতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার পর লিড নিতেও সময় নেয়নি কোস্টারিকা। সবশেষ ২-২ গোলে সমতায় আছে ম্যাচটি।

অন্যদিকে, মোরাতার গোলে শুরুতে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি স্পেন। দ্বিতীয়ার্ধের শুরু ৪৮ ও ৫১ মিনিটে দ্রুত দুটি গোল আদায় করে নেয় জাপান। গ্রুপের এখন যা চিত্র তাতে, জয় পেলে কোস্টারিক আর জাপানই চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে। সেক্ষেত্রে বাদ পড়বে দুই জায়ান্ট জার্মানি ও স্পেন!

Exit mobile version