Site icon Jamuna Television

যুদ্ধে ১৩ হাজার সৈন্য হারিয়েছে ইউক্রেন

রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন প্রায় ১০ থেকে ১৩ হাজারের মতো সৈন্য হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর রয়টার্সের।

উপদেষ্টা মাইখাইলো বলেন, সাধারণ কর্মীদের পরিসংখ্যান এবং শীর্ষ কমান্ডের কাছ থেকে প্রাপ্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১০ থেকে ১৩ হাজার সৈন্য যুদ্ধে মারা গেছেন। আমরা এ বিষয়ে খোলামেলা কথা বলতে চাই। মৃতের চেয়ে আহতের সংখ্যা দিগুণ বলেও এ সময় জানান তিনি।

এর আগে চলতি বছরের আগস্ট মাসে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ৯ হাজার সৈন্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। এছাড়া গেলো মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেন যুদ্ধে প্রায় ১ লক্ষ রুশ সৈন্য নিহত হয়েছে।

এটিএম/

Exit mobile version