Site icon Jamuna Television

রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল ওয়াল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর লালমাটিয়ায় দুই দিনব্যাপী ওয়ানগালা উৎসবের প্রথম দিনের সমস্ত দায়িত্ব সামলে সূত্রাপুরে বাসায় ফিরছিলেন প্রতাপ রেমা। মতিঝিল পৌঁছালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই প্রাণ হারান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিলের ওয়ালটন মোড়ে রেমার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কাঁচামাল বোঝাই ট্রাকটি। পরে কারওয়ান বাজার থেকে আটক করা হয় ট্রাকটি। তবে পলাতক রয়েছে চালক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় ঘাতক ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে নিহতের স্বজনরা। নিহত প্রতাপ রেমার ছেলে নিউটন নকরেক জানান, তাদের বাড়ি নেত্রকোনায়। পুরান ঢাকার কলতাবাজারে ভাড়া থাকতেন। প্রতাপ রেমা তেজগাঁওয়ে আদিবাসীদের একটি এনজিওতে চাকরি করতেন।

এটিএম/

Exit mobile version