Site icon Jamuna Television

ইসরায়েলে জোট সরকার, কট্টর ডানপন্থী ‘জিওনিজম পার্টি’র সাথে চুক্তি

কট্টর ডানপন্থী ‘জিওনিজম পার্টি’র সাথে জোট সরকার গঠনের চুক্তিতে পৌঁছালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আসে এই ঘোষণা। খবর রয়টার্সের।

নেতানিয়াহু জানান, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে কট্টর ডানপন্থী দলটি। এরমাঝে অর্থ মন্ত্রণালয়ের শাসন ঘূর্ণন পদ্ধতিতে পাবে জিওনিজম পার্টি। অবশ্য কীভাবে সেটি কার্যকর হবে তা এখনই স্পষ্ট করা হয়নি। তাছাড়া দখলকৃত ফিলিস্তিনে অবৈধভাবে বসতি নির্মাণের প্রকল্পও পাবে দলটি।

এক সপ্তাহ আগেই কট্টর ডানপন্থী জিউশ পার্টি’র সাথে চুক্তি করে নেতানিয়াহুর দল লিকুদ। সেসময় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দলটির নেতা বেন গাভিরকে বসানো হবে সেই শর্তে সরকার গঠনে রাজি হয় জিউশরা। নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হলেও সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নেতানিয়াহু’র দল। তবে কট্টর ডানপন্থী জোট সরকার আসলে বাড়বে ফিলিস্তিনিদের দুর্দিন।

এটিএম/

Exit mobile version