Site icon Jamuna Television

যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান ঢুকে গেলো চায়ের দোকানে, পিতা-পুত্রসহ নিহত ৫

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় পিতা-পুত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান ও পার্শ্ববর্তী হোটেলের ভেতর ঢুকে গেলে পাঁচজন প্রাণ হারান।

নিহতদের মধ্যে পিতা পুত্রও রয়েছে। তারা হলেন, মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার শিশু পুত্র তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারীসহ পাঁচজনের মৃত্যু হয়।

এটিএম/

Exit mobile version