Site icon Jamuna Television

এবার পেরুতে করোনার বিস্তার লাভ, পঞ্চম ঢেউ ঘোষণা

ছবি: প্রতীকী

চীনের পর এবার আশঙ্কাজনক হারে করোনা বিস্তার লাভ করতে শুরু করেছে লাতিন দেশ পেরুতে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) একে পঞ্চম ঢেউ হিসেবে ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি কয়েকদিন সংক্রমণ দিনে ১০ হাজার ছাড়িয়েছে। এর জেরে বাধ্যতামূলক মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ প্রাথমিক পর্যায়ের কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সংক্রমণ আরও বাড়লে জারি করবে লকডাউন। এছাড়া এখনও করোনার টিকা গ্রহণ করেননি এমন বাসিন্দাদের টিকা নেয়ার আহ্বান জানানো হচ্ছে। সম্প্রতি সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ শিথিল করে দেশটির সরকার। ফলে নতুন করে আবার বাড়তে শুরু করেছে ভাইরাসের প্রকোপ।

২০২০ সালে মহামারি বিস্তার লাভের পর লাখো মানুষের মৃত্যুতে মৃত্যুপুরীতে পরিণত হয় পেরু। থেকে দুই লাখ ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে দেশটিতে। আর মোট সংক্রমিত ৪২ লাখের ওপর।

এটিএম/

Exit mobile version