Site icon Jamuna Television

ওমরাহ পালন করতে মক্কায় শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খানকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দেখা গেছে। জানা গেছে, তিনি সৌদিতে তার নতুন সিনেমা দুঙ্কির শ্যুটিং শেষে ওমরাহ পালন করবেন। খবর হিন্দুস্তান টাইমসের।

এ সংক্রান্ত বেশকিছু ছবি ও ভিডিও অনলাইনে ভেসে বেড়াতে দেখা গেছে। এছাড়া আরও জানা গেছে শাহরুখ জেদ্দায় অনুষ্ঠিতব্য রেড ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেবেন। ছবিতে শাহরুখ খানকে হজের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে এবং তার আশপাশে বেশ কিছু নিরাপত্তা কর্মী রয়েছে।

এর আগেও আমির খান, দিলিপ কুমারসহ বেশকিছু বলিউড তারকা হজ পালন করেছেন। শাহরুখ এর আগে একবার এক সাক্ষাৎকারে ছেলে-মেয়েদের সাথে হজ পালনের ইচ্ছার কথা জানিয়েছিলেন। ভক্তরা এটিকে সেই ইচ্ছের প্রতিফলন হিসেবেই দেখছেন।

এটিএম/

Exit mobile version