Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ভিকারুননিসা অ্যালামনাইদের প্রীতি সম্মিলন ৩ ডিসেম্বর

যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে শনিবার (৩ ডিসেম্বর)। সম্মিলন উপলক্ষে নিউজার্সির উডব্রিজ এডিসন হোটেলে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

ঢাকার ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যালামনাইদের এ প্রীতি সম্মিলনের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক শিক্ষার্থী আজিমা আশরাফ, ফাহমিনা জাব্বার,রুমানা খান, সাবাহ আজিজ, নাদিয়া সিদ্দিক, মানিজা ইসমাত, তাসনুভা আইরিন, তুতিল খান, ফারজানা হুসাইন এবং হাসু রহমান। এরই মধ্যে অনুষ্ঠানটির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সম্মিলনে যোগ দেবেন কানাডা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরাও।

এসজেড/

Exit mobile version