Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়া বধের লক্ষ্যে নামছে পর্তুগাল

কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে আল রাইয়ানের অ্যাডুকেশন সিটি স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করা পর্তুগালের চোখ এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে। এই ম্যাচে জিতলে বা ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। অন্যদিকে, শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে। এমনকি ড্র করলেও নিশ্চিত বিদায় নিতে হবে তাদের।

জিতলেও অবশ্য টিকে থাকার নিশ্চয়তা নেই দক্ষিণ কোরিয়ার, পক্ষে আসতে হবে উরুগুয়ে-ঘানা ম্যাচের ফলাফলও। দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটি বাঁচা-মরার। বিশ্বকাপে এর আগে একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল এশিয়ার দেশটি।

ইউএইচ/

Exit mobile version