Site icon Jamuna Television

ঘানার বাঁচা-মরার ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে

কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে ঘানা ও উরুগুয়ে। আল জানোব স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র ও পর্তুগালের কাছে পরাজয়ে বিশ্বকাপে শেষ ষোলোয় খেলার পথ খুব কঠিন হয়ে গেছে উরুগুয়ের। বাঁচা-মরার ম্যাচে ঘানার বিপক্ষে শুধু জিতলেই হবে না তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপরও।

উরুগুয়ে নিজেদের সবশেষ ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরেছে। আর পাঁচ গোলের রোমাঞ্চে পর্তুগালের কাছে ৩-২ গোলে হারে ঘানা। একই ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারায় আফ্রিকার দলটি। উরুগুয়ের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে ঘানার নকআউট পর্বে খেলা। ড্র করলেও থাকবে সুযোগ, তবে তখন নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।

ইউএইচ/

Exit mobile version