Site icon Jamuna Television

আইপিএলের নিলামে ৬ বাংলাদেশি ক্রিকেটার

এবারের আইপিএলের নিলামে থাকছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। নিজের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে নামিয়ে এনেছেন সাকিব আল হাসান।

সাকিব ছাড়াও এবারের নিলামে থাকছে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ও শরিফুল ইসলামের নাম। সমান ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন এই ৫ ক্রিকেটার। এছাড়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে চলতি আসরের জন্য রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

নিলামের জন্য ৯৯১ জনের মধ্যে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৭১৪ জন। ২৭৭ বিদেশি ক্রিকেটারের মধ্যে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ ৫৭ জন নাম লিখিয়েছেন এবারের নিলামে।

ইউএইচ/

Exit mobile version