Site icon Jamuna Television

৯ পরিবর্তন নিয়ে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল, দেখে নিন স্কোয়াড

ম্যাচের আগে গা গরম করছে ব্রাজিল স্কোয়াড।

শেষ ষোলোর স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে ক্যামেরুন। নয় পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবেন তিতে শিষ্যরা। তবে, এ ম্যাচে থাকছেন না ব্রাজিলের প্রাণভোমরা নেইমার ও দানিলো। শনিবার (৩ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

চলতি আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে হার ও সার্বিয়ার বিপক্ষে ড্র করা ক্যামেরুনের সামনে আজকের এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। কিন্তু শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

ব্রাজিল ও ক্যামেরুন এখন পর্যন্ত খেলেছে ৬টি ম্যাচ। যেখানে ৫-১ ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল। গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে বিশ্বকাপের নকআউট পর্বের টিকেট নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের।

ব্রাজিল স্কোয়াড: অ্যাডারসন, দানি আলভেজ, অ্যাডার মিলিতাও, ব্রেমার, অ্যালেক্স তেলেস, ফ্যাবিনহো, ফ্রেড, মার্টিনেল্লি, রদ্রিগো, অ্যান্টনি, গ্যাব্রিয়েল জেসুস।

ক্যামেরুন স্কোয়াড: ইপেসি, ফাই, এবসসে, উহ, টোলো, কুন্দে, অ্যাংগুইচ্চা, এনগামা লিও, আবু বক্কর, মোটিং, এমবিউমো।

/এসএইচ

Exit mobile version