Site icon Jamuna Television

গঠিত হলো কক্সবাজার ইউনিয়ন হসপিটালের নতুন কার্যনির্বাহী পরিষদ

নবগঠিত কমিটির সদস্যরা।

কক্সবাজার ইউনিয়ন হসপিটালের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের অভিজাত এক হোটেলে আয়োজিত বিশেষ বার্ষিক সাধারণ সভায় হাসপাতাল পরিচালনার জন্য এ পরিষদ গঠিত হয়।

নবগঠিত পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইশতিয়াক আহমদ জয় এবং ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হয়েছেন নুরুল হুদা। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন-

ভাইস চেয়ারম্যান- অ্যাডভোকেট তবারক হোছাইন ও মোহাম্মদ নছরুল্লাহ।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর- আবদুল্লাহ আল ফয়সাল, খোরশেদ আলম ও শাহজাহান।
ডিরেক্টর (ফাইন্যান্স)- আল মামুন,
ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) হাছনা হুরাইন চৌধুরী,
ডিরেক্টর (অ্যাডমিন) দিদারুল ইসলাম রুবেল,
ডিরেক্টর (হিউম্যান রিসোর্স) মুসলেম ‍উদ্দিন ভূঁইয়া,
ডিরেক্টর (মার্কেটিং এন্ড প্রমোশন) মোয়াজ্জেম হোসাইন সাকিল

প্রসঙ্গত, বিশেষ বার্ষিক সাধারণ সভায় কক্সবাজার ইউনিয়ন হসপিটালের শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version