Site icon Jamuna Television

৬ বছরে মাত্র তিনবার হেরেছেন তিতে

শুক্রবার রাতের ম্যাচে ডাগআউটে দাঁড়ানো তিতে।

২০১৬ সালে দুঙ্গার পরিবর্তে ব্রাজিলের দায়িত্ব পান তিতে। সে বছরের জুনে কোচ হিসেবে যোগ দিলেও সেলেসাওদের কোচ হিসেবে প্রথমবারের মতো মাঠে নামেন সে বছরের সেপ্টেম্বরে; বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে। এরপর প্রতিযোগিতামূলক বা প্রীতি ম্যাচ মিলিয়ে ৭৯টি ম্যাচে ডাগআউটে ছিলেন সেলেসাও বস। এরমধ্যে, ৫১টি ম্যাচ ছিলো বিশ্বকাপ বাছাই পর্ব, কোপা আমেরিকা আর বিশ্বকাপের মূল পর্বের।

এ ৫১টি ম্যাচের মধ্যে ক্যামেরুনের সাথে হার নিয়ে, ব্রাজিল হারের মুখ দেখেছে মাত্র ৩টিতে। ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হারাটা ছিলো তার ব্রাজিলের হয়ে প্রথম কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে হারা। যা ভেঙ্গে দেয় তাদের শিরোপার স্বপ্ন। এরপর, ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে তিতে দেখেন তার কোচিং ক্যারিয়ারের ২য় হার।

আর, শুক্রবার ক্যামেরুনের সাথে তার হারটি ছিলো ৩য় হার। আগের দুই হারে শিরোপার স্বপ্ন ভঙ্গ হলেও, এবারের হারটি তেমন প্রভাব ফেলছে না আসরে। শুধু হারের একটা তকমা লেগে থাকলো সেলেসাওদের গায়ে। তবে ৫১টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচ ড্রয়ের পাশাপাশি অর্জন হিসেবে এ ব্রাজিলিয়ান কোচের রয়েছে ৩৯টি ম্যাচ জয়ের কৃতিত্ব। আর প্রীতি ম্যাচ মিলিয়ে সেলেসাওরা ৫৯টি জয় পেয়েছে তিতের অধীনে।

/এসএইচ

Exit mobile version