Site icon Jamuna Television

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নির্বাচনী প্রার্থীসহ ১৪ জন নিহত

পাকিস্তানে ন্যাশনাল আওয়ামী পার্টির জনসমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ১৪ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। জাতীয় নির্বাচনের মাত্র ১৫ দিন আগে এমন রক্ত ঝরলো পেশোয়ারে।

নিহতদের মধ্যে রয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা ও আসন্ন নির্বাচনে খাইবার পাখতুনখোয়া আসনের প্রার্থী হারুন বিলাওর। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনিই ছিলেন হামলাকারীদের টার্গেট। সমাবেশস্থলে যোগ দিতে গাড়ি থেকে নামার সাথে সাথেই ঘটানো হয় বিস্ফোরণ। ২০১২ সালে তার বাবা বশির বিলাওর একইভাবে প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার রাতের এই হামলায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে গেলো কয়েকবছর ধরেই তালেবানের চক্ষুশূল ছিলো এএনপি।

Exit mobile version