Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া শক্তিশালী নয় ইউরোপ: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। এমন মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। খবর রয়টার্সের।

এ অবস্থায় ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। অস্ট্রেলিয়ার সিডনিতে ন্যাটোর বৈঠকে এই আহ্বান জানান সানা মারিন। বলেন, নিজস্ব নিরাপত্তার জন্য অন্য দেশের ওপর নির্ভর করার কোনো সুযোগ নেই। ইউক্রেনে সবচেয়ে বেশি সামরিক সহায়তা প্রদান করা দেশ যুক্তরাষ্ট্র।

সানা মারিন আরও বলেন, আমি আপনাদের সঙ্গে নির্মম সত্য কথা বলতে চাই, ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া আমরা বিপদে পড়ব। রুশ আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্র প্রচুর অস্ত্র, আর্থিক, মানবিক সহায়তা দিয়ে এগিয়ে আছে। তাই আমাদের নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে।

গেল মাসে যুক্তরাজ্যের হাউস অব কমন্স জানায়, ইউক্রেনে রুশ অভিযানের পর যুক্তরাষ্ট্র প্রায় ১৯ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে।

এটিএম/

Exit mobile version