Site icon Jamuna Television

জোরপূর্বক গাড়িতে ওঠানোর চেষ্টা, বাধা দেয়ায় ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত।

মাঝ সড়কে প্রকাশ্যে এক ফিলিস্তিনে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২ ডিসেম্বর) দখলকৃত পশ্চিম তীরের নাবলুসে ঘটে মর্মান্তিক এ ঘটনা। খবর মিডল ইস্ট আইয়ের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, জোরপূর্বক এক ব্যক্তিকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক পুলিশ সদস্য। এতে ক্রমাগত বাঁধা দিচ্ছিলেন ওই যুবক। তবে কোনো অস্ত্র ছিল না তার হাতে। হাতাহাতির এক পর্যায়ে শর্টগান বের করতে দেখা যায় ওই কর্মকর্তাকে। সেসময় মাটিতে শুয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি তার। তাকে পরপর চারটি গুলি করেন ওই পুলিশ সদস্য। কিছুক্ষণ পরই নিস্তেজ হয়ে পড়েন হতভাগ্য ওই যুবক।

এরই মধ্যে নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি হলেন ২২ বছর বয়সী ওমর মেফলে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরে। সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

চলতি বছর কথিত অভিযানের নামে দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। যাদের মধ্যে অন্তত ৩০ জন শিশু।

এসজেড/

Exit mobile version