Site icon Jamuna Television

নকআউটের প্রথম যুদ্ধে আজ মুখোমুখি নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র

নকআউট পর্বের প্রথম ম্যাচে আজ শনিবার (৩ ডিসেম্বর) মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের তিন ম্যাচ ডাচদের হয়ে গোল করা স্ট্রাইকার কডি গাকপোই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেও অরেঞ্জদের মূল ভরসা। এছাড়াও ফ্রাঙ্কি ডি ইয়ংসহ দলের অন্যান্য তারকাও আছেন ভালো ছন্দে। তবে এই ম্যাচে কার্ড দেখলে পরের ম্যাচ মিস করবেন দলের দুই ডিফেন্ডার নাথান আকে ও ডি লিখট।

অন্যদিকে, গ্রুপ বি’র দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অব সিক্সটিনে আসে যুক্তরাষ্ট্র। ডাচদের সাথে অতিতের ৫ দেখায় চার হারের বিপরীতে মাত্র একটি জয় আছে ইউএসএর। তবে দুই দলের বিশ্বকাপে এটি প্রথম দেখা।

এসজেড/

Exit mobile version