Site icon Jamuna Television

ইউক্রেনের বিভিন্ন দূতাবাসে রহস্যময় পার্সেল

চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেন দূতাবাস ঘিরে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। ইউরোপের বেশকয়েকটি দেশের ইউক্রেনের দূতাবাসে পার্সেলে করে পাঠানো হয়েছে পশুর রক্তাক্ত চোখ। খবর রয়টার্সের।

শুক্রবার (২ ডিসেম্বর) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, ইতালিতে ও চেক প্রজাতন্ত্রের ইউক্রেন দূতাবাসে পাওয়া গেছে এমন পার্সেল। পার্সেলে পশুর চোখ পাঠানোর নেপথ্যে কারা রয়েছে বা এর মাধ্যমে কী বার্তা দেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

তবে কনস্যুলেটে আতঙ্ক সৃষ্টি করতেই শত্রুপক্ষ এসব ঘটিয়েছে বলে দাবি করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এর আগে ভ্যাটিকানে ইউক্রেনের রাষ্ট্রদূতের বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাংচুর করা হয় মুল প্রবেশদ্বার।

এটিএম/

Exit mobile version