Site icon Jamuna Television

কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

ঘটনার সিসিটিভি ফুটেজ।

কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধী লতা সরকারকে ধর্ষণের পর শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলার আসামি সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ভুক্তভোগীর ডায়িং ডিক্লারেন্স, ঘটনাস্থলের আলামত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে শনাক্ত করা হয়। একইসাথে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপড়া থানার তেগাছিয়া থেকে সুজন মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, লতার সাথে ৮ থেকে ১০ দিনের প্রেমের সম্পর্ক ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সুজন। বিয়ের প্রলোভন দেখিয়ে লতার সাথে শারিরীক সম্পর্কও করে সে। তারপর লতা বিয়ের জন্য সুজনকে জোর করতে শুরু করে এবং সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেয়ার কথাও বলে। এরপরই লতাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে হত্যা করে সুজন। এরপর শরীরে আগুন ধরিয়ে দেয় সে।

এসজেড/

Exit mobile version