Site icon Jamuna Television

ইভিএম জালিয়াতি যন্ত্র, এটা দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব নয়: সুজন সম্পাদক

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

ইভিএম দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, ইভিএম একটা দুর্বল যন্ত্র। এটা জালিয়াতির যন্ত্র।

শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রংপুর আরডিআরএস চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, এটা দিয়ে নির্বাচন কমিশন যে ফলাফল চায়, তাই করতে পারবে। এটা যাচাইবাছাই করার সুযোগ হবে না, অডিট করার সুযোগ হবে না। পুনঃগণনারও সুযোগ হবে না। কারণ, এটাতে পেপার চেইন নেই। কাজেই সুষ্ঠু নির্বাচনের জন্য এই যন্ত্র ব্যবহার করা ইতিবাচক হবে না। এতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

ইভিএম দিয়ে নির্বাচন করা আত্মঘাতী হবে উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, এই যন্ত্র ব্যবহার করলে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এ যন্ত্রের ব্যবহারের কী যুক্তি আমরা বুঝি না। তবে হ্যাঁ, এখানে বাণিজ্যের কথা আছে।

বদিউল আলম মজুমদার বলেন, ইভিএম ব্যবহার করে বাইরের কেউ জালিয়াতি করতে পারবে না। বাইরে থেকে জালিয়াতি করতে গেলে নির্বাচন কমিশনের যোগসাজশ লাগবে। এই যন্ত্র দিয়ে যারা জালিয়াতি করতে পারবে, তারা স্যুট-কোট পরা, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসা। এটাই হলো ইভিএম নিয়ে ভয়, এটাই হলো শঙ্কা।

এ সময় সুজনের রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, জেলা সভাপতি আফতাব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এএআর/

Exit mobile version