Site icon Jamuna Television

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণ হয় বলে জানা গেছে।

কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বিএনপির দফতরে সংযুক্ত থাকা কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম তেনজিং এ বিষয়ে বলেন, সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় সড়কের মধ্যে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার পরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের অনুমান চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।

/এমএন

Exit mobile version