Site icon Jamuna Television

কক্সবাজার সৈকতে প্রদর্শিত হলো রঙ তুলিতে আঁকা মেসির ‘সর্ববৃহৎ ছবি’

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হয়েছে রঙ তুলিতে আঁকা লিওনেল মেসির সুবিশাল একটি চিত্র। যেটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩৪ ও ২২ ফুট। হাতে আঁকা ছবির মধ্যে এটিই মেসির সবচেয়ে বড় চিত্র বলে দাবি করেছেন আয়োজকরা। সাদা কাপড়ে অ্যাক্রলিক রঙ দিয়ে আঁকা এই ছবিটিতে আকাশের সাতটি রঙ ব্যবহার করেছেন শিল্পী।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে ছবিটি প্রদর্শনের আয়োজন করেন চিত্রশিল্পী তারিকুল ইসলাম ও হাসিঘর ফাউন্ডেশন। এ সময় মেসি ভক্তসহ সৈকতে আগত পর্যটকরা ছবিটি দেখতে ভিড় জমান।

চিত্রশিল্পী তারিকুল ইসলাম বলেন, আমরা মেসিকে ভালোবাসি। তার প্রতি ভালোবাসা সারা বিশ্বের কাছে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।

হাসিঘর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইয়াসিন সিকদার বলেন, মেসি বিশ্বের সেরা ফুটবলার। এটি তার শেষ বিশ্বকাপ। তাকে শুভকামনা ও ভালোবাসা জানাতে আমাদের এই উদ্যোগ। প্রদর্শনীটি একদিনের জন্য আয়োজন করা হয়েছে এবং ছবিটি শিল্পীর কাছে সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি।

এএআর/

Exit mobile version