Site icon Jamuna Television

শুরুর একাদশে থাকছেন না ডি মারিয়া

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছেন না দলটির নির্ভরযোগ্য ফুটবলার আনহেল ডি মারিয়া। ফিটনেসে ঘাটতি থাকায় ৩৪ বছর বয়সী ডি মারিয়ার শুরুর একাদশে না থাকার খবরটি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে তাই খুঁজতে হচ্ছে ডি মারিয়ার বিকল্প। আর্জেন্টাইন বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের সাথে আক্রমণভাগে যোগ দেবেন একজন খেলোয়াড়। সেই একজন হতে পারেন আনহেল কোরিয়া বা আলেহান্দ্রো পাপু গোমেজ। মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, পাউলো দিবালাও সম্ভাবনা আছে শুরুর একাদশে থাকার।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের সেরা একাদশেই ছিলেন ডি মারিয়া। তবে পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অস্বস্তি অনুভব করায় তাকে তুলে নেয়া হয়। এরপর পরীক্ষায় দেখা গেছে, পেশির সমস্যায় ভুগছেন ডি মারিয়া।

আরও পড়ুন: এটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের যুদ্ধ; মেসিদের প্রতি অস্ট্রেলিয়ার কোচের হুমকি

/এম ই

Exit mobile version