Site icon Jamuna Television

‘ভিএআর’ প্রযুক্তি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে জাপানের কাছে হেরে যাওয়ার পর ‘ভিএআর’-এর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। এই প্রযুক্তির বিরুদ্ধে এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। খবর স্পোর্টসকিডা’র।

কয়েক ঘণ্টা পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে স্কালোনির কাছে ‘ভিএআর’র কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই প্রযুক্তির সাথে আমরা নতুন পরিচিত হচ্ছি। আমিও এনরিকের সাথে একমত। ছবিটি স্পষ্ট কিন্তু ভালোভাবে দেখলে বল আর লাইনের মাঝে মিলিমিটারের ব্যবধান স্পষ্ট।

কিছুদিন আগে জাপানের কাছে হেরে ভিএআরের সমালোচনা করে স্পেন কোচ লুইস এনরিকে বলেছিলেন, আমি একটা ছবি দেখেছি। সেই ছবিটা নিশ্চয়ই আসল নয়, কারসাজি করা হয়েছে। সেই ছবিটা আসল হতে পারে না। নিশ্চয়ই ছবিটা বিকৃত করা হয়েছে। তবে আমার মনে কিছুটা সন্দেহ আছে। সিদ্ধান্ত জানাতে ভিএআর যখন এতটা সময় নেয়, তখনই আমার সন্দেহ হচ্ছিল। আমার আর কিছু বলার নেই।

/এনএএস

Exit mobile version