Site icon Jamuna Television

বিএনপি ইচ্ছাকৃতভাবে বাড়াবাড়ি করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপি ইচ্ছাকৃতভাবে বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি সমাবেশের নামে নাটক শুরু করেছে। প্রতিরোধের জন্য আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত প্রস্তুত।

শনিবার (৩ নভেম্বর) রাতে চট্টগ্রামে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জানিয়েছেন, চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এবার। চট্টগ্রাম আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি।

বিএনপিকে এখনও ছাড় দেয়া হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেশি বাড়াবাড়ি করলে ছেড়ে দেয়া হবে না। বিএনপির মদদে জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বৃহত্তর ঐক্যের ডাক দেবেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে কাল রোববার। দীর্ঘ দশ বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে আওয়ামী লীগের কোনো জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রীর সর্বশেষ রাজনৈতিক জনসভা হয়েছিল ২০১০ সালে।

/এমএন

Exit mobile version