Site icon Jamuna Television

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার মুখোমুখি আর্জেন্টিনা; দেখুন একাদশ

ছবি: সংগৃহীত

আজ নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ফেভারিট আর্জেন্টিনা। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। ইনজুরির কারণে শুরুর একাদশে নেই আর্জেন্টাইন তারকা উইঙ্গার এংহেল ডি মারিয়া। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে পাপু গোমেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে লিওনেল মেসি তার ক্যারিয়ারের হাজারতম ম্যাচ খেলতে নামছেন। অনন্য নজির গড়া মাইলফলকের এই ম্যাচে নিজেকে মেলে ধরতে প্রস্তুত আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

কাতারের আহমদ বিন আলী স্টেডিয়ামে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হবে দুই দল। সৌদি আরবের কাছে হার দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে। অন্যদিকে, ফ্রান্সের বিপক্ষে বড় ব্যবধানের হার দিয়ে আসর শুরু হলেও পরের দুই ম্যাচে তিউনিসিয়া ও ডেনমার্ককে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে ওঠে অস্ট্রেলিয়া। রক্ষণ সামলে অজিদের কাউন্টার অ্যাটাকের কৌশল দেখা যেতে পারে আর্জেন্টিনার বিপক্ষেও।

এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ১৯৮৮ সালে আর্জেন্টিনার বিপক্ষ একমাত্র জয়টি পায় অস্ট্রেলিয়া। দুই দলের সবশেষ দেখা হয়েছিলো ২০০৭ সালে যেখানেও ১-০ গোলের জয় পেয়েছিলো লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), ওটামেন্ডি, রোমেরো, মলিনা, অ্যাকুনা, এনজো ফার্নান্দেস, ডি পল, ম্যাক অ্যালিস্টার, পাপু গোমেজ, আলভারেজ, লিওনেল মেসি।

অস্ট্রেলিয়া একাদশ:

রায়ান (গোলরক্ষক), ডেজেনেক, সৌটার, রলেস, বেহিঞ্চ, লেকি, আরভিন, মোয়, বাক্কুস, ডিউক, ম্যাকগ্রি।

/আরআইএম

Exit mobile version