Site icon Jamuna Television

‘এমবাপ্পেকে টক্কর দিতে ‘স্কুটার’ নিয়ে খেলা প্রয়োজন’

ছবি: সংগৃহীত

এমবাপ্পের গতিকে টক্কর দিতে ‘স্কুটার’ নিয়ে খেলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড আকাডিয়ুস মিলিক। খবর মারকা’র।

বিশ্বকাপের শিরোপা টানা দ্বিতীয়বারের মতো ঘরে রাখতে দুর্দান্ত ফর্মে আছেন এমবাপ্পে। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তিন গোল করেছেন এই ফরোয়ার্ড।

কোয়ার্টার ফাইনালে এজন্যই এমবাপ্পেকে নিয়ে আলাদা পরিকল্পনা করতেই হবে পোল্যান্ডের। এ ব্যপারে দলটির ফরোয়ার্ড আকাডিয়ুস মিলিক রসিকতা করে বলেন, এমবাপ্পের গতিকে টক্কর দিতে ‘স্কুটার’ নিয়ে খেলা প্রয়োজন পোলিশদের।

মিলিক বলেন, তাকে আটকাতে আমার মনে হয় আমাদের স্কুটার প্রয়োজন। কারণ সে খুবই দ্রুতগতির। স্কুটার ছাড়া তাকে আটকানো কঠিন হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে। দলের ভেতর সমন্বয় থাকতে হবে কারণ কারো একার পক্ষে তাকে আটকানো সম্ভব নয়।

কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় পোল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

/এনএএস

Exit mobile version