Site icon Jamuna Television

বিশ্বকাপে নবম গোলের দেখা পেলেন মেসি, এগিয়ে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মেসির নবম বিশ্বকাপ গোলের সুবাদে নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৪ মিনিটে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। নিজের হাজারতম ম্যাচ খেলতে নেমে গোল করলেন মেসি। সেই সাথে ম্যারাডোনার রেকর্ড ভেঙে দিলেন এই জাদুকর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ট্রেডমার্ক শটে বিশ্বকাপ নকআউট পর্বে প্রথম গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। তার নান্দনিক গোলের সাহায্য ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপে আকাশি সাদা জার্সিতে কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনার গোলের সংখ্যা ছিল ৮টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলের সংখ্যা এখন ৯টি। আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপে সবোর্চ্চ ১০ গোল করে সবার শীর্ষে আছেন বাতিগোল খ্যাত গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

/আরআইএম

Exit mobile version