Site icon Jamuna Television

পুতিন শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন: মার্কিন কূটনীতিক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার বিষয়ে আন্তরিক নন বলে মন্তব্য করছেন মার্কিন কূটনীতিক ভিক্টোরিয়া নুল্যান্ড। শনিবার (৩ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে কিয়েভে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

রুশ আগ্রাসনের মুখে তিনি ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন জানাতে কিয়েভে জেলেনস্কিসহ অন্যান্য ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে দেখা করেন। এসময় তিনি বলেন, সবাই কূটনৈতিক সমাধান চায় কিন্তু এ বিষয়ে সদিচ্ছা থাকা প্রয়োজন। সাম্প্রতিক রুশ হামলা এবং ক্রেমলিনের আচরণ প্রমাণ করে যে, পুতিন আলোচনার বিষয়ে একদম আন্তরিক নন।

এর আগে গেলো বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া আন্তরিক হলে তিনি পুতিনের সাথে কথা বলতে আগ্রহী। কিন্তু এর পরপরই ক্রেমলিনের পক্ষ থেকে ঘোষণা আসে, আলোচনা চাইলে রুশ অধিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলকে আগে স্বীকৃতি দিতে হবে।

এটিএম/

Exit mobile version