Site icon Jamuna Television

পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি, শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা হবে মাতৃভূমি

যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা হবে মাতৃভূমি। শনিবার (৩ ডিসেম্বর) আজাদ-কাশ্মির সফরকালে এই হুমকি দেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

ভারতের সাম্প্রতিক মন্তব্যের জেরেই তার এ সতর্কবার্তা। গেলো অক্টোবরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক ভাষণে বলেন জম্মু-কাশ্মিরের পর গিলগিত বালিচিস্তান এলাকাও নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে চায় মোদি প্রশাসন।

২০১৯ সালের আগস্টে সে লক্ষ্যেই কেন্দ্রের অধীনে নেয়া হয় কাশ্মিরকে। কথাটি পুনরাবৃত্তি করেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দুইভেরিও। তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান। শনিবার সীমান্তবর্তী তল্লাশি চৌকিগুলো সফর করেন তিনি। দায়িত্বরত সেনাদের উজ্জীবিত করতে ভাষণ দেন। সেখানেই পাকিস্তান সামরিক বাহিনীর ব্যাপারে ভুল ধারণা পোষণ না করার হুমকি দেন। বলেন, বিন্দুমাত্র আঁচড় এলেও দেয়া হবে মোক্ষম জবাব।

এটিএম/

Exit mobile version