Site icon Jamuna Television

কোভিড বিধিনিষেধ: কড়াকড়ি আরও শিথিল করলো চীন

কোভিড-১৯ বিধিনিষেধ আরও শিথিল করলো চীন। শেনঝেন, বেইজিংয়ের মতো বড় শহরগুলোয় গণপরিবহন ব্যবহারে আর দেখাতে হবে না করোনার নেগেটিভ সনদ। খবর এপির।

৫ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে শপিং মল, রেস্টুরেন্টসহ জনসমাগম পূর্ণ বেশিরভাগ স্থানে প্রবেশের ক্ষেত্রে দেখাতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের সনদ। কড়াকড়ি শিথিলের ঘোষণার পরপরই বন্ধ হয়ে গেছে অনেক নমুনা পরীক্ষা কেন্দ্র। তাই অল্পকিছু বুথেই ভিড় করছে মানুষ। দীর্ঘ সময় লাইনে থেকে করাতে হচ্ছে পরীক্ষা।

সম্প্রতি করোনা বিধিনিষেধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে চীনের বিভিন্ন স্থানে। যা দেশটিতে বিরল। দমনে ধরপাকড়সহ কঠোর অবস্থান নেয় পুলিশ। তবে বেশ কিছু বিধিনিষেধ তুলেও নেয় বেইজিং প্রশাসন।

/এমএন

Exit mobile version