Site icon Jamuna Television

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার বেলা ২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

দলীয় সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলা হবে।

এছাড়া, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় ঢোকার রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আর একইদিন সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে।

/এমএন

Exit mobile version