Site icon Jamuna Television

রাজবাড়ীতে বিচারাধীন ৭ মামলার আসামি ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী‌র বা‌লিয়াকা‌ন্দি থে‌কে ৭ বিচারাধীন মামলার আসামী না‌য়েব আলী ওর‌ফে গেদাকে (৪০)‌ ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ।

রোববার (৪ ডিসেম্বর) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে রাজবাড়ী ডি‌বি পু‌লিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত না‌য়েব আলী ওর‌ফে গেদা রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকার মৃত বালাজ উদ্দিন শেখের ছেলে।

রাজবাড়ী ডি‌বি পু‌লিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ফোর্স জেলার বালিয়াকান্দির তালপট্টি চেয়ারম্যান মোড় এলাকার মো. হারুন মিয়ার স’মিল’র সামনের রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী গেদাকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ক‌রে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা।

তি‌নি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আসামির বিরুদ্ধে ৭টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এটিএম/

Exit mobile version