Site icon Jamuna Television

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি উঠেনি: বস্ত্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি উঠেনি। সময় হলে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর।

রোববার (৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে বস্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, পোশাক শিল্প কম লাভে চলে। এসব বিষয় বিবেচনা করে বেতন বাড়ানো হয়। যদিও তিনি বলেছেন, বর্তমান অর্থনৈতিক সংকটেও পোশাক খাত ভালো আছে।

গাজী গোলাম দস্তগীর জানান, ২০৩০ সালের মধ্যে বিজিএমইএ ১০০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। পাটের বস্তায় পণ্য পাঠানোয় আগ্রহী না হওয়ায় পলিথিনের ব্যাগের ব্যবহার কমানো যাচ্ছে না। কিছু ব্যবসায়ীর আন্দোলনের হুমকি দেয়ার কারণেও পলিথিনের ব্যবহার বন্ধ করা কঠিন হচ্ছে।

/এমএন

Exit mobile version