Site icon Jamuna Television

নীলফামারীতে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত।

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাবিবুল ইসলাম নামে এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শিক্ষক হাবিবুল ইসলাম সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব পাটোয়ারীপাড়া গ্রামের মৃত বাছান উদ্দিনের ছেলে। সে কিশোরগঞ্জের মুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ওই শিক্ষককে নীলফামারী আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ওই ভুক্তভোগী নারী পিওন পদে চাকরি করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাবিবুর দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন।

এরই মধ্যে শনিবার রাতে একই ইউনিয়নের রুপালি কেশবা কলেজপাড়ায় ভুক্তভোগীর বাড়িতে রাতে ওই নারীর ঘরে স্থানীয় লোকজন হাবিবুল ইসলামকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে দুজনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এরপর থানায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে আটক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে কারাগারে ও ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version