Site icon Jamuna Television

৬৬’র চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামছে ২০ বছর পর নকআউটে আসা সেনেগাল

ছবি: সংগৃহীত

শেষ আটে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে ৬৬’র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল।

কাতারের আল খোরের আল বাইত স্টেডিয়ামে হবে ম্যাচটি।

অপরাজিত থেকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দলটি এবারের আসর শুরু করেছিল ইরানের বিপক্ষে ৬-২ গোলের জয় দিয়ে।

অন্যদিকে এবারসহ দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে উঠেছে সেনেগাল। এর আগে দলটি শেষ ষোলোয় খেলেছিল ২০০২ আসরে। ২০ বছর পর নকআউট পর্বের টিকিট পেয়েছে আফ্রিকার দেশটি।

ইংল্যান্ড ও সেনেগাল এবারই প্রথম একে অন্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইংল্যান্ডের সম্ভ্যাব্য একাদশ: পিকফোর্ড, ট্রিপিয়ার, স্টোনস, ম্যাগুয়ার, শ, রিস, বেলিংহাম, সাকা, হেন্ডারসন, রাশফোর্ড ও কেইন।

সেনাগালের সম্ভাব্য একাদশ: মেন্ডি, কৌলিবালি, দিয়ালো, ইসমাইল, সাবালি, মেন্ডি, পেপে গায়া, সিস, সার, এনদিয়ায়ে ও দিয়া।

/এনএএস 

Exit mobile version