Site icon Jamuna Television

মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে; গোল্ডেন বুট লড়াইয়ে এগিয়ে আছেন যারা

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্ব পেরিয়ে বিশ্বকাপ ফুটবল পৌঁছে গিয়েছে নকআউটে। রাউন্ড অব সিক্সটিনে এরই মাঝে তিনটি ম্যাচও শেষ হয়েছে। এরইমধ্যে বিদায় নিয়েছে ১৯টি দল। আগামী দু’দিনে আরও পাঁচটি দল বিদায় নেবে, বাকি থাকবে আটটি। বিশ্বকাপ ফুটবল যত এগোচ্ছে, ততটাই লড়াই জমে উঠছে গোল্ডেন বুটের। গতবার গোল্ডেন বুট জিতেছিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। এ বার কে জিতবেন? লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে?

পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রয়েছেন ফ্রান্স পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও, বিশ্বকাপে তিনটি করে গোল করেছেন ছয়জন ফুটবলার। তারা হলেন লিওনেল মেসি, অলিভিয়ের জিরু, আলভারো মোরাতা, মার্কাস রাশফোর্ড, কোডি গ্যাকপো, এবং এনার ভ্যালেন্সিয়া। ইকুয়েডরের ভ্যালেন্সিয়া বাদে বাকি সব ফুটবলারের দল এ আসরে এখনও অবধি টিকে রয়েছে। মেসির আর্জেন্টিনা এবং গ্যাকপোর নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। ফলে তাদের কাছে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। গ্যাকপো এবং মোরাতা গ্রুপের সবকটি ম্যাচে গোল করেছেন।

হতাশ করেছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বিশ্বকাপে মাত্র একটি গোল করেছেন ৩৭ বছর বয়সী এই সুপারস্টার। ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার একটিও গোল করতে পারেননি কাতার বিশ্বকাপে। যদিও ইনজুরির কারণে কেবলমাত্র ১টি ম্যাচ খেলেছেন এই সেনসেশান। তবে, রোনাল্ডো যেভাবে খেলছেন তাতে গোলসংখ্যা বাড়ানো খুবই কঠিন। প্রতি ম্যাচেই তাকে তুলে নেওয়া হচ্ছে। সহজ গোলও নষ্ট করছেন।

দুইটি করে গোল রয়েছে ভিনসেন্ট আবুবাকার, সালে আল দাওয়াসারি, জুলিয়ান আলভারেস, ব্রুনো ফার্নান্দেস, চো গুয়ে সুং, রিচার্লিসন, জর্জিনিয়ো দে আরাসকায়েতা, রিৎসু দোয়ান, ব্রিল এমবোলো, নিকলাস ফুলক্রুগ, অলিভিয়ের জিরু, কাই হাভার্ৎজ, আন্দ্রে ক্রামারিচ, মহম্মদ কুদুস, আলেকজান্ডার মিত্রোভিচ, বুকায়ো সাকা, মেহদি তারেমি এবং ফেরান তোরেসের। এর মধ্যে আলভারেস, ফের্নান্দেস, সুং, রিচার্লিসন, দোয়ান, এমবোলো, ক্রামারিচ, সাকা এবং তোরেসের দল রাউন্ড অব সিক্সটিনে উঠেছে। তাই, তাদেরও সুযোগ রয়েছে গোল বাড়িয়ে নেওয়ার।

/আরআইএম

Exit mobile version