Site icon Jamuna Television

‘ভামোস বাংলাদেশ’, বাংলাদেশের জয়ে আর্জেন্টাইনের উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগ, উন্মাদনার খবর এখন সারা বিশ্ব জেনে গেছে। বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের উদপযাপনের ভিডিও ফিফা প্রকাশ করার পর থেকে খোদ আর্জেন্টাইনরাও বাংলাদেশকে ভালোবাসতে শুরু করেছেন।

বাংলাদেশি সমর্থকদের সাথে বন্ধন দৃঢ় হতে শুরু করেছে আর্জেন্টাইনদের। কাতার বিশ্বকাপে আর্জেন্টাইনদের হাতে তাদের নিজ দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও দেখা গেছে।

এরই ধারাবাহিকতায় ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থন দিচ্ছেন বেশ কয়েকজন আর্জেন্টাইন। তাদেরই একজন লিয়ান্দ্রো গায়িচিও। ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ এক বিজয়ে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আমরা ভারতকে হারিয়েছি। দারুণ এক ম্যাচ। খেলা দেখার জন্য আমি ঘুমাতে পারিনি। তবে আমি খুবই খুশি। কী অসাধারণ এক ম্যাচ! ভামোস আর্জেন্টিনা, ভামোস বাংলাদেশ।’

ভিডিও’র মাঝে তার মাথার ক্যাপটাও দেখান তিনি। ক্যাপটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো সম্বলিত।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

/এনএএস

Exit mobile version