Site icon Jamuna Television

ইরানে ৩ দিনের ধর্মঘট শুরু করেছেন বিক্ষোভকারীরা

ছবি: সংগৃহীত

আজ থেকে ৩ দিনের ধর্মঘট শুরু করছেন ক্ষুব্ধ ইরানিরা। আলোচিত মাহশা আমিনির মৃত্যুর বিচারের দাবিতে সরকারকে চাপে রাখতেই এ উদ্যোগ নিয়েছেন তারা। খবর বার্তা সংস্থা এপির।

দেশটিতে শিক্ষার্থী দিবস উপলক্ষে বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার কথা প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসির। সেই অনুষ্ঠানকে লক্ষ্য করেই ব্যবসায়ীদের ধর্মঘটে যোগদানের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। রাজধানীর আজাদি স্কয়ার অভিমুখে তারা পদযাত্রা করবেন।

এরইমধ্যে তিন মাসের বিক্ষোভ-সহিংসতার জেরে বিলোপ ঘোষণা করা হয়েছে ইরানের বিতর্কিত ‘নৈতিক পুলিশ বাহিনী’। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চলমান আন্দোলনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৭০ জন। যাদের মধ্যে রয়েছেন, নিরাপত্তা বাহিনীর ৬১ সদস্য এবং ৬৪ শিশু। তাছাড়া, রাষ্ট্রীয় নীতিমালা ভঙ্গের দায়ে ১৮ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

গেল সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে আটক হন ২২ বছরের মাহশা আমিনি। পুলিশি হেফাজতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। এরপরেই ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ইউএইচ/

Exit mobile version