Site icon Jamuna Television

সক্রিয় মাউন্ট সেমারু আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা জারি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে

সক্রিয় হয়ে উঠলো ইন্দোনেশিয়ার মাউন্ট সেমারু আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের পর কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গেছে লোকালয়। খবর রয়টার্সের।

রোববার (৪ ডিসেম্মবর) জাভা দ্বীপে সর্বোচ্চ সতর্কতা জারি করে প্রশাসন। জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় পৌনে ৩টা নাগাদ সক্রিয় হয়ে ওঠে আগ্নেয়গিরি। যেকোনো মুহূর্তে লাভা উদগীরণ শুরু করতে পারে। যা ধ্বংস করবে ঘরবাড়ি-গোটা লোকালয়।

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ২ হাজারের বেশি বাসিন্দাকে। যাদের মধ্যে ৬ জন ভুগছেন প্রচণ্ড শ্বাসকষ্টে। তবে, এখনো কোন প্রাণহানির তথ্য লিপিবদ্ধ করা হয়নি। মাউন্ট সেমারু এলাকা থেকে কমপক্ষে ৮ কিলোমিটার দূরে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে অগ্ন্যুৎপাতের ঘটনায় সুনামি সতর্কতা জারি করেছে জাপান।

এটিএম/

Exit mobile version