Site icon Jamuna Television

জাপানের সামনে আজ ক্রোয়েশিয়া

কাতার বিশ্বকাপে শেষ আটে ওঠার লড়াইয়ে আজ জাপানের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

রাশিয়া আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া এবারের বিশ্বকাপে শুরুটা ভালো হয়েছে। নিজেদের গ্রুপে অপরাজিত থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ক্রোয়াটরা। বিশ্ব সেরার মঞ্চে আরও একধাপ এগিয়ে যেতে তাদের সামনে বাধা জাপান। বৈশ্বিক আসরে এশিয়ার দলটি কখনো কোয়ার্টার ফাইনাল খেলেনি। ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জাপান।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ডিফেন্ডার কো ইতাকুরাকে পাবে না জাপান। গ্রুপ পর্বে দুটি হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও জাপান। দুই দলই একটি করে জয় পেয়েছে। একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।

ইউএইচ/

Exit mobile version