Site icon Jamuna Television

পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী

ছয় মাস মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরলেন চীনের শেনঝৌ-ফরটিন মিশনের তিন নভোচারী। রোববার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত আটটা ৯ মিনিটে মঙ্গোলিয়ার ডংফেং কেন্দ্রে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুল। খবর সিসিটিভির।

প্রায় ৪০ মিনিট পর তাদের বের করে আনেন স্বাস্থ্যকর্মীরা। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। হাসিমুখে বেরিয়ে এসে সহকর্মীদের অভিবাদন গ্রহণ করেন চীনা নভোচারীরা। হাত নেড়ে জানান শুভেচ্ছা।

চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াংগং নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনে গত ৫ জুন যাত্রা করেছিল শেনঝৌ ফরটিন। মিশন পুরোপুরি সফল হয়েছে বলে দাবি তিন নভোচারীর।

গেলো বুধবার শেনঝৌ ফিফটিন মিশন নিয়ে চীনের মহাকাশ স্টেশনে যান আরও তিন নভোচারী। ইতিহাসে প্রথমবারের মতো একসাথে মহাকাশে অবস্থান করেন ৬ সহকর্মী। এভাবে প্রায় ৫ দিন কাটান তারা। দায়িত্ব হস্তান্তরের পর ফিরে আসেন আগের মিশনের নভোচারীরা।

এটিএম/

Exit mobile version