Site icon Jamuna Television

গণসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ঝামেলা করছে: রিজভী

ফাইল ছবি।

গণসমাবেশকে কেন্দ্র করে নানাভাবে আইনশৃঙ্খলা বাহিনী ঝামেলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে বেইলিরোড এলাকায় ঢাকা বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সরকার নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরকার এখন বাসায় বাসায় হানা দিচ্ছে। ফ্যাসিস্ট সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, নয়াপল্টনে সমাবেশের জায়গা দেবে বলে আশা প্রকাশ করছি। কেননা নেতাকর্মীরা নয়াপল্টন এলাকাকে নিরাপদ স্থান মনে করেন।

ইউএইচ/

Exit mobile version