Site icon Jamuna Television

পশ্চিমা কড়াকড়িতে আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম নির্ধারিত করে দেয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানির দাম। মস্কোকে চাপে ফেলতে গেল সপ্তাহে রাশিয়ার জ্বালানি তেলের দাম নির্ধারিত করে দেয় জি-সেভেনভুক্ত দেশ এবং এর মিত্ররা। খবর সিসিটিভির।

সোমবার (৫ ডিসেম্বর) এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ছাড়ায়। একই সাথে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বেড়ে ৮০ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেল ৬০ ডলার করে নির্ধারণ করা হয়।

গেল মাসে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক তেল সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয়। এতে বলা হয় দৈনিক ২০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে।

এটিএম/

Exit mobile version