Site icon Jamuna Television

‘পুলিশ সদস্য হত্যার মিশন নিয়ে মাঠে নতুন জঙ্গি সংগঠন’

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রোববার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ও গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই জঙ্গি সংগঠনের সদস্যরা পুলিশ সদস্য হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছে। গ্রেফতারকৃত সাকিব সংগঠন থেকে ৫ জন পুলিশ সদস্যকে হত্যার দায়িত্ব পেয়েছিল।

এদিকে, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে খন্দকার আল মঈন জানান, এই দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। আগে গোয়েন্দা তথ্য ছিল না বলেই জঙ্গিরা পালিয়ে যেতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

/এমএন

Exit mobile version