Site icon Jamuna Television

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি চলবে কালও

হাইকোর্টে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি আগামীকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) আবারও চলবে। আজ সোমবার সকালে শুরু হয়ে হাইকোর্টে চলে এই মামলার বিচারিক আদালত থেকে ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিল ও জেল আপিলের শুনানি।

বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে শুনানি হয়। আসামিদের সাজা বহালের জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগস্টে এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল, জেল আপিল দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন অ্যাটর্নি জেনারেল। পরে আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।

বহুল আলোচিত গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০০৪ সালে ওই হামলায় ২৪ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।

/এমএন

Exit mobile version