Site icon Jamuna Television

দানিলো এখন সুস্থ, আরও সময় লাগবে সান্দ্রোর: তিতে

ছবি: সংগৃহীত

ইনজুরি নিয়ে কিছুটা হলেও মাথা ঘামাতে হচ্ছে ব্রাজিল কোচ তিতেকে। নেইমার, জেসুস, দানিলো, অ্যালেক্স সান্দ্রোসহ স্কোয়াডের বেশ কয়েকজনের ইনজুরি নিয়ে ভাবতে হচ্ছে তাকে। এরই মধ্যে দানিলো ও সান্দ্রোর ইনজুরি নিয়ে সবশেষ তথ্য দিয়েছেন তিতে। বলেছেন, দানিলো এখন সুস্থ। তবে আরও সময় লাগবে অ্যালেক্স সান্দ্রোর।

ব্রাজিলে য়্যুভেন্টাসের দুই ফুলব্যাক দানিলো আর অ্যালেক্স সান্দ্রো বিশ্বকাপের শুরু থেকেই ছিলেন দলের সেরা একাদশে। কিন্তু দুইজনই বিশ্বকাপের মাঝপথে ভুগেছেন ইনজুরিতে। সার্বিয়ার সাথে ম্যাচ দানিলো এবং, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ইনজুরিতে পড়েন অ্যালেক্স সান্দ্রো। তবে দুইটি ম্যাচই জইতে শেষ ষোলো পাকা করেছে সেলেসাওরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের সাথে হেরে বসলেও তাতে ক্ষতি হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে সোমবার দিবাগত রাত ১টায় মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। তিতে জানিয়েছেন, এই ম্যাচের জন্য পাওয়া যাবে দানিলোকে। অন্যদিকে, সাইডলাইনে আরও কিছু সময় কাটাতে হবে অ্যালেক্স সান্দ্রোকে। দল কোয়ালিফাই করতে পারলে তখন হয়তো মাঠে দরকার হবে সান্দ্রোকে।

প্রেস কনফারেন্সে থিয়াগো সিলভাকে পাশে নিয়ে তিতে বলেন, দানিলো সুস্থ। সে কোরিয়া ম্যাচে খেলবে। তবে, অ্যালেক্স সান্দ্রো এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আমরা তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।

আরও পড়ুন: বাড়িতে সশস্ত্র দুষ্কৃতিকারীদের হামলা, কাতার থেকে ইংল্যান্ডে স্টার্লিং

/এম ই

Exit mobile version