Site icon Jamuna Television

জয়পুরহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অস্ত্রসহ মিলন হোসেন (২১) নামে এক যুবক আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে সদর উপজেলায় চকশ্যাম এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

আটককৃত মিলন হোসেন উপজেলার খঞ্জনপুর (পূর্ব পাড়া ) গ্রামের মৃত রস্তুম আলীর ছেলে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায় বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, বুধবার সকালে চকশ্যাম এলাকায় অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Exit mobile version