Site icon Jamuna Television

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবা-ছেলে গ্রেফতার

গ্রেফতারকৃত বাবা-ছেলে।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ভুঞাপুর থানায় তাছলিমা আক্তার (২৭) হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) ভোর ৪টায় তাছলিমার স্বামী জহুরুল ইসলামকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে এবং জহুরুলের বাবা অর্থাৎ নিহত তাছলিমা আক্তারের শ্বশুর মজনুকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তারা।

এ নিয়ে সিপিসি-৩ ক্যাম্পের টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৬ সালের ২৩ নভেম্বর ভুক্তভোগী তাছলিমাকে তার স্বামী ও শ্বশুর যমুনা নদীতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ নদীতে ভাসিয়ে দেয় তারা।

পরবর্তীতে এই মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতে স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দেয় আসামিরা। এর ভিত্তিতে ২০২০ সালের ৩১ আগস্ট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে এরপর থেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মজনু ও জহুরুল। সোমবার তাদের গ্রেফতার করা হয়।

এসজেড/

Exit mobile version